কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সাহাজুল ইসলাম ওরফে সাজু (৪৫) নামে সম্ভাব্য এক ইউপি চেয়ারম্যান প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে আল্লারদর্গা শিশু হাসপাতালের নিকট দুর্বত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার পায়ে গুলিবিদ্ধ হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাহাপুর গ্রামের আতাহার মণ্ডলের ছেলে সাহাজুল ইসলাম প্রতিবেশী আব্দুর রশীদ নামে এক ব্যক্তিকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে আল্লারদর্গা যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা মুখবাঁধা ৩ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।
এ সময় সাহাজুল ইসলামের পায়ে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নেয়। তবে সে আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি জানান, এ রকম ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে চেয়ারম্যান প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ সমর্থিত সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদের ছেলে অ্যাড. এজাজ আহমেদ মামুনের নেতৃত্বে তারাগুনিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাড. এজাজ আহমেদ মামুনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা অবিলম্বে আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী সাহাজুল ইসলাম সাজুর ওপর গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। আহত সাহাজুল ইসলাম হোগলবাড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলে আওয়ামী লীগ দলীয় সূত্র জানিয়েছে।