কুষ্টিয়ায় আ.লীগ-জাসদ সংঘর্ষ আহত ২০

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে দোকানে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের পারমিটন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার জাসদ সমর্থক রাজা মাস্টার গ্রুপের লোকজন দোকানে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত ঝন্টুর বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে রাজা মাস্টারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। থানায় অভিযোগ করে ফেরার পথে ঝন্টুর লোকজনের ওপরে রাজা মাস্টারের লোকজন হামলা চালায়। এতে দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় এক রাউন্ড গুলি ও দুইটি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।