কুষ্টিয়ার মিরপুরে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে পুলিশ ও ডাকাতদলের মধ্যে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। গত শুক্রবার সাড়ে ১১টার দিকে উপজেলার মিরপুর-ভেড়ামারা সড়কের গোবিন্দগুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার কুমারগাড়ার শহিদুল ইসলাম ওরফে শহিদ শেখের ছেলে জয়নাল আবেদীন (৩২) ও দৌলতপুর উপজেলার সেনপাড়া গ্রামের জামাত আলী মোল্লার ছেলে আশাদুল ইসলাম (৪০)। এ ঘটনায় মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহাম্মেদ, সেকেন্ড অফিসার এসআই আব্দুল আলীম, এস আই রাজীব শিকদার, কনস্টেবল জাহাঙ্গীর ও মকবুল আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি চাইনিজ হাতকুড়ুল, হেঁসো, করাত ও দুইটি হাত বোমা উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, গোবিন্দপুর গ্রামে সড়কে গাছ কেটে বেরিকেড দিয়ে পরিবহনে ডাকাতি করা হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে হাতবোমা ও গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয়। ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।