কুষ্টিয়ার পোড়াদহে বগি লাইনচ্যুত : খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার পোড়াদহে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পোড়াদহ রেলওয়ের স্টেশন মাস্টার শরীফুল ইসলাম জানান, ৮টার দিকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে হঠাৎ করে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি জানান, এরই মধ্যে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে রিলিফ ট্রেন এসে কাজ শুরু করেছে তবে রেল যোগাযোগ স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে।

এদিকে দুর্ঘটনার পর চুয়াডাঙ্গা রেলস্টেশনে সৈয়দপুরের চিলহাটিগামী সীমান্ত এক্সপ্রেস, আলমডাঙ্গা স্টেশনে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস আটকা পরে। এছাড়াও ভেড়ামারা ও ঈশ্বরদীতে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস, চিত্র এক্সপ্রেস ও রকেট মেইল আটকা পড়েছে। এ ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীগণ।