কালীগঞ্জ এইচএসসি পরীক্ষায় ফেল করায় দু ছাত্রীর আত্মহত্যা

 

 

ঝিনাইদহ অফিস/কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে এইচএসসি পরীক্ষায় ফেল করায় পৃথক দুটি স্থানে দু কলেজছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। এরা হলো-কালীগঞ্জ শহরের মাহাতাব উদ্দীন ডিগ্রি কলেজের ছাত্রী বেজপাড়া গ্রামের মন্টু দাসের মেয়ে নন্দিতা দাস (১৭) এবং যশোর কাজী নজরুল ইসলাম কলেজের ছাত্রী কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে লিয়া আক্তার (১৭)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার প্রকাশিত ফলাফলে এক বিষয়ে অকৃতকার্য হওয়াই কালীগঞ্জের বেজপাড়া গ্রামের নন্দিতা দাস রাত ২টার দিকে অভিমান করে ঘরের বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নন্দিতা দাসের বাড়ির পাশে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি পারিবারিক কলহের কারণে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন সিরাজুলকে দেখতে যায়। এ সুযোগে নন্দিতা নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

অন্যদিকে পরীক্ষায় অকৃতকার্য হয়ে একই উপজেলার ঝনঝনিয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে লিয়া আক্তার বুধবার রাত ৮টার দিকে কীটনাশক পান করে। আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার ভোরে সে মারা যায়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। জেলা সদর হাসপাতালে নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।