কার্পাসডাঙ্গার যুবলীগ নেতা রাজ্জাকের ওপর হামলার ঘটনায় ৭ জনের নামে মামলা : আটক ১

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের যুবলীগ নেতা ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের ওপর গতপরশু সন্ধ্যার দিকে রাস্তার ওপর সন্ত্রাসীদের অতর্কিত হামলা হয়। হামলার ঘটনায় রাজ্জাক বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ৭ জনসহ অজ্ঞাত ১০-১২ জনের নামে মামলা দায়ের করেন। সন্ধ্যার দিকে হামলার পর রাত ১টার দিকে মামলা রুজু করেন রাজ্জাক। গতকাল মঙ্গলবার ভোরের দিকে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আসাদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত ২ নং আসামি পীরপুরকুল্লা গ্রামের মৃত রিকাত আলীর ছেলে আবু ছদ্দিনকে আটক করে পুলিশ। কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আসাদুর রহমান বলেন আসামি আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গতপরশু সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক কার্পাসডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে আরামডাঙ্গা-পীরপুরকুল্লা সড়কের সেগুন বাগান মোড়ে সন্ত্রাসীরা রাস্তার ওপর কলাগাছ ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালালে রাজ্জাক দৌড়ে প্রাণে রক্ষা পেলেও তার ব্যবহৃত মোটরসাইকলেটি ভাঙচুর করে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নেয়। উপজেলার পীরপুরকুল্লা গ্রামে মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কার্পাসডাঙ্গা ইউপির ৬ নং ওয়ার্ডর সদস্য।