কামিল পরীক্ষার ফল প্রকাশ

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে কামিল (মাস্টার্স) প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের পরীক্ষা ২০১২ এর ফলাফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। কামিল (স্নাতকোত্তর) প্রথম পর্বে ৯৪ দশমিক ২০ শতাংশ এবং দ্বিতীয় পর্বে ৯৮ দশমিক ২৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। ইবির পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায়, কামিল (মাস্টার্স) ২০১০-১১ ও ২০১১-১২ শিক্ষাবর্ষের যথাক্রমে দ্বিতীয়পর্ব ও প্রথমপর্বের পরীক্ষার ফল ইতোমধ্যে সারাদেশের মাদরাসাসমূহের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। প্রথম পর্বে ৯৮ জন শিক্ষার্থী ও দ্বিতীয় পর্বে ২৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। এ বছর কামিল (স্নাতকোত্তর) প্রথমপর্ব এবং দ্বিতীয়পর্বে মোট ২৫ হাজার ৯০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd থেকেও শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।