কামারুজ্জামানের সাথে আইনজীবীদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: একাত্তরে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউর শুনানি অনুষ্ঠিত হবে আজ রোববার। এর আগে শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে তার সাথে দেখা করেন আইনজীবীরা। আইনজীবী প্রতিনিধি দলে ছিলেন শিশির মনির, এহসান এ সিদ্দিক, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও মুজাহিদুল ইসলাম শাহীন। তারা বেলা ১১টা ৭ মিনিটে কারাগারে প্রবেশ করেন। কামারুজ্জামানের সাথে আধা ঘণ্টার কিছু বেশি সময় কথা বলার পর বেরিয়ে আসেন তারা। এরপর শিশির মনির কারাফটকে সাংবাদিকদের বলেন, আমরা আধা ঘণ্টা ধরে বিভিন্ন আইনি বিষয়ে তার সাথে পরামর্শ করেছি। তিনি আমাদের জানিয়েছেন, তিনি শারীরিকভাবে সুস্থ-স্বাভাবিক আছেন। মানসিকভাবে দৃঢ় মনোবল সম্পন্ন আছেন। রিভিউ আবেদনের রায় তার পক্ষে আসবে বলেও আশা করছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ জামায়াত নেতা। রিভিউ নিষ্পত্তির পর ফের দেখা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে জানান শিশির মনির। শিশির মনির বলেন, নিষ্পত্তির পর উনি আইজীবীদের সথে পরামর্শ করবেন এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে আমাদের জানাবেন। কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন কি-না জানতে চাইলে শিশির মনির বলেন, ‘উনি (কামারুজ্জামান) বলেছেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া বা না চাওয়ার বিষয়টি এখনও আসেনি। আগামীকাল রিভিউ আবেদনের নিষ্পত্তি হলে রায়টি উনি শুনবেন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে পরামর্শ করবেন।