কলেজছাত্রী অপহরণ মামলার আসামি বাড়াদীর আশরাফুল ও বাগানপাড়ার ইসমাইল জেলহাজতে

 

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বাড়াদী গ্রামের কলেজছাত্রী অপহরণ মামলার আসামি একই গ্রামের আশরাফুল সর্দার ও চুয়াডাঙ্গা বাগানপাড়ার ইসমাইল সর্দ্দারকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তারা আদালতে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এ মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন।

মামলাসূত্রে জানা গেছে, বাদীর ছোট মেয়ে কলেজছাত্রী। তার বয়স ১৬ বছর বলে দাবি করা হয়েছে। সে তার খালুবাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার শুড়া এলাকা থেকে গত ১৩ মে অপহৃত হয়। আলমডাঙ্গা বাড়াদী গ্রামের এনামুল সর্দারের ছেলে অন্তর সর্দার, ইদ্রিস সর্দারের ছেলে হুসাইন সর্দার, ভিকু সর্দারের ছেলে শরিফুল হক সর্দার, মৃত সাকেন সর্দারের ছেলে ওসমান সর্দার, আশকর সর্দারের ছেলে আশরাফুল সর্দার, নওশের আলী সর্দারের ছেলে জিয়াউর রহমান সর্দার ও চুয়াডাঙ্গা বাগানপাড়ার মৃত লস্কর আলীর ছেলে ইসমাইল সর্দার কলেজছাত্রীকে অপহরণ করে। এ ব্যাপারে কলেজছাত্রীর পিতা বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলার অন্য আসামিরা পলাতক থাকলেও বাড়াদীর আশরাফুল সর্দার ও চুয়াডাঙ্গা বাগানপাড়ার ইসমাইল সর্দ্দার গত ১৬ জুন ঝিনাইদহ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলেজছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।