কর্মকর্তা-কর্মচারীদেরকে নেতিবাচক আচরণ পরিহার করতে হবে

চুয়াডাঙ্গা-মেহেরপুর ও কুষ্টিয়াসহ সারাদেশে আন্তর্জাতিক জনসেবা দিবস পাল

 

স্টাফ রিপোর্টার: নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় পাবলিক সার্ভিস ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, পুলিশ সুপারের প্রতিনিধি জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলাম, পিএটিসির প্রশিক্ষণার্থী কাজী কাইয়ুম হোসেন ও ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি বলেন, বিষয়টি দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারাবছর পালন করা দরকার। কর্মকর্তা-কর্মচারীদেরকে নেতিবাচক আচরণ পরিহার করে নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৱ্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক জনসেবা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি ৱ্যালি বের করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৱ্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। ৱ্যালি ও আলোচনাসভায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সিভিল সার্জন ডা. মুহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, এনডিসি আমীনুল ইসলাম, সহকারী কমিশনার শুভ্রা দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শশাংক কুমার মণ্ডল, সমাজসেবা অফিসার আবুবক্কর সিদ্দিক প্রমুখ।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়ায় আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর হতে ৱ্যালিটি বের হয়। মজমপুর গেট হয়ে আবার কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। ৱ্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।