কমিউনিটি পুলিশিং দিবস পালনে চুয়ডাঙ্গা জেলা কমিটির সভা

২৮ অক্টোবর বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনাসভা
ও সম্মাননা প্রদানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি
স্টাফ রিপোর্টার: আগামী ২৮ অক্টোবর শনিবার কমিউনিটি পুলিশিং দিবস। এ উপলক্ষে ওই দিন চুয়াডাঙ্গা জেলা সদরসহ ৪টি থানা কমিটির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনাসভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়াজন করা হয়েছে। পুলিশের কৃতি সদস্য ও কমিউনিটি পুলিশিঙে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ এ সম্মননা ক্রেস্ট প্রদান করা হবে।
চুয়াডাঙ্গা জেলা কমিউনিটি পুলিশি কমিটির সভায় পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনাসমূহ উপস্থাপনের পর তা নিয়ে বিষদ আলোচনা শেষে উপরোক্ত সিদ্ধান্তসমূহ নেয়া হয়। গতকাল বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় পরিচিতি পর্বের পর পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনাসমূহ উপস্থাপন করেন। চুয়াডাঙ্গা পৌর মেয়র পুলিশিং কমিটির সদস্য ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কল) মো. কলিমুল্লাহ, সহকারী পুলিশ সুপার হেডকোয়ার্টার আহসান হাবিব, অ্যাড. সামশুজ্জোহা পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নূরুল ইসলাম, জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেখ ই¯্রাফিল, সদস্য সচিব মনিরুজ্জামান, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান, জীবননগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক, ডিবি ওসি নাজমুল হক, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা ছন্দা, ওয়েব প্রোগ্রাম অফিসার জেলা পুলিশিং কমিটির সদস্য নূঝাত পারভীনসহ জেলা পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত থেকে কমিউনিটি পুলিশিং দিবসের কর্মসূচি সফলভাবে পালনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন। গৃহিত সিদ্ধান্তের মধ্যে রয়েছে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের নিকটস্থ পুলিশ পার্ক থেকে সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রা বের হয়ে শ্রীমন্ত টাউন হলে উপস্থিত। শ্রীমন্ত টাউন হলে আলোচনাসভা, সম্মাননা প্রদানসহ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হবে। এছাড়া আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরেও অভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।