কবুতরের জেল ভারতে

মাথাভাঙ্গা মনিটর: গোয়েন্দাগিরির দায়ে এবার পাকিস্তানি একটি কবুতরের জেল দিয়েছে ভারত। কবুতরটি উর্দুতে লেখা একটি বার্তা নিয়ে উড়ে এসেছিলো ভারতের সীমান্তবর্তী এলাকা পাঠানকোটে। উর্দুতে লেখা কাগজে ছিলো একটি টেলিফোন নম্বরও। ল্যান্ডলাইন নম্বরটি পাকিস্তানের নরোয়াল জেলার। বুধবার ওই এলাকার এক নাপিতের বাড়িতে এলে কবুতরটিকে ধরে তার পায়ে উর্দুতে লেখা দেখে নিকটস্থ পুলিশ স্টেশনে নিয়ে যায় নাপিতের ছেলে। এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। যদিও দুইদিন আগেই গোয়েন্দা শাখা থেকে এ ধরনের আগাম সতর্কবার্তা পাঠানো হয়েছিলো পাঞ্জাব পুলিশের কাছে। কবুতরটিকে পাওয়ার পর সেটিকে এক্স-রে করে অবশ্য তেমন বিপজ্জনক কোনো আলামত পায়নি পুলিশ। তবে এলাকাটিতে ইন্ডিয়ান মুজাহিদিনরা সক্রিয় থাকায় গোয়েন্দারা বিষয়টি বেশ গুরুত্বের সাথেই বিবেচনা করছে। ইতোমধ্যে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বার্তা পাঠানো হয়েছে বিএসএফ ও গোয়েন্দা শাখার কাছে।