কবির বিদ্রোহী চেতনা আমাদেরকে মহান মুক্তিযুদ্ধে সাহস জোগায়

কার্পাসডাঙ্গায় জাতীয় কবি নজরুলের ১১৬ তম জন্মজয়ন্তি অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ

 

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, দামুড়হুদা উপজেলা প্রশাসন ও স্থানীয় নজরুল স্মৃতি সংসদের আয়োজন করে। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়মাঠে নজরুল মঞ্চে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলার পুলিশ সুপার রশীদুল হাসান, নর্দান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মো. আনোয়ারুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ম. ইনামুল হক, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ভূট্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, নজরুল স্মৃতি সংসদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ আব্দুর গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শফিকুল আলম, কার্পাসডাঙ্গা নজরুল সাহিত্য সংসদের সভাপতি রবিউল হোসেন শুকলাল, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, সবুর মেম্বার, যুবলীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফ। প্রধান আলোচক ছিলেন অগ্নিবীনার কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এইচএম সিরাজ ও নর্দান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মো. আনোয়ারুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি যে কার্পাসডাঙ্গায় এসেছিলেন এর রাষ্ট্রীয় স্বীকৃতি আমিও চাই। নজরুল আমাদের জাতীয় সম্পদ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তার বিদ্রোহী চেতনা আমাদের সাহসী করে তুলেছিলো। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে এককাতারে এসে তার চেনাকে বুকে লালন করে বাঙালিকে বিশ্বের দরবারে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি এর আগে নজরুলের স্মৃতি বিজড়িত মিশনপল্লীসহ আটচালা ঘরটি ঘুরে ঘুরে দেখেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের শিল্পিরা আবৃতি ও নৃত্যসহ নজরুলের লেখা বিভিন্ন গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফ ও নাজির হামিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।