কবিরাজের মনগড়া কথায় কান দিয়ে অসচেতন পিতা-মাতাকে হারাতে হলো ৭ বছরের শিশুকন্যা রুমানাকে

ভ্রাম্যমাণ প্রতিনিধি: বহু আগে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। দেশে পৌরসভা, উপজেলা পরিষদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে এ ভ্যাকসিন সরবরাহের বিশেষ কর্মসূচিও পালন করে। এরপরও কুকুরে কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু কেন? চুয়াডাঙ্গা দামুড়হুদার কোমরপুরের ৭ বছর বয়সী রুমানা জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা গেলে এসব প্রশ্ন জোরদার হয়েছে।

শিশু রুমানাকে কুকুরে কামড়ায় ৭ মাস আগে। পরে সে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। গতকাল মঙ্গলবার হাসপাতালে নেয়ার পথে রুমানা মারা যায়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে পরিবারের সদস্যরা বলেছেন, কাবিল হোসেন ছোটর ৭ বছর বয়সী কন্যা রুমানা খাতুনকে দু মাস আগে কুকুরে কামড় দেয়। কিন্তু পিতা-মাতা কবিরাজের কাছে দেখিয়ে গাছগাছালি খাওয়ায়। কবিরাজ বলে গাছগাছালি খাওয়ালে আর বিষক্রিয়া হবে না। কবিরাজের মনগড়া এ কথা শুনে শিশু রুমানার অসচেতন অভিভাবকেরা আর ভ্যাকসিন দেয়নি।