কখনো সাংবাদিক, কখনো চিকিৎসক পরিচয়ে প্রতারণা

স্টাফ রিপোর্টার: কখনও সাংবাদিক, কখনো চিকিৎসক, আবার কখনোবা রাজনৈতিক নেতা বলে পরিচয় দিয়ে একের পর এক ঘটনার জন্মদিয়ে চলেছেন আসলে সংবাদিক নয়। কিছুদিন তাকে হাসপাতাল এলাকায় কিছু সাংবাদিকের সাথে ঘুরতে দেখা গেছে। এই পরিচয়টুকু কাজে লাগিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে সিলমারা টিকেট নিয়ে এক মহিলার প্রেসক্রিপশন লিখে দিয়ে কয়েক শ’ টাকা হাতিয়েও নেয়। অবশ্য গতকাল ওই মহিলা ঘাড়ে পাক দিয়ে টাকা আদায় করে নিয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে নেয়া সরকারি সিলমারা টিকিটে ওষুধ লিখে দেয়ার বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যুবককে ধরে পুলিশে দেয়ারও দাবি ওঠে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে গতকাল সোমবার বিকেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম বিষয়টি জানার পর সেই টিকেটটি উদ্ধার করেন। নানা অপকর্মের জন্মদিয়ে চাঞ্চল্য ছড়ানো ওই যুবক অবশ্য চিকিৎসকের নিকট ক্ষমা চেয়ে পার পেয়েছে। বলেছে, এধরনের অন্যায় আর কখনো হবে না। হাসপাতাল এলাকায় ঘুরে ওই ধরনের প্রতারণার আশ্রয়ও নেবে না বলে অঙ্গীকার করেছে।
আলোচিত যুবক ইতঃপূর্বে নানা ঘটনা ঘটালেও পার পেয়েছে। ওই যুবক আশিক পারভেজ বলে পরিচয় দিয়ে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়। এ নামে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার কোনো সাংবাদিক নেই। আজিজুল বা আজ্জুল বা, আশিক পারভেজ নামে কেউ দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক পরিচয় দিলে তাকে ধরে নিকটস্থ থানায় সোপর্দ করে পত্রিকা অফিসে খবর দেয়ার অনুরোধ জানানো হয়েছে। ওই যুবক সম্পর্কে সর্বসাধারণকে সাবধান থাকারও পরামর্শ দিয়েছেন হাসপাতাল এলাকার সাধারণ পান-বিড়ির দোকানিদের অনেকে।