ওই কথা বলিনি, কেউ কষ্ট পেলে ক্ষমাপ্রার্থী’

 

স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের নিয়ে ‘বিরূপ’ মন্তব্যের অভিযোগেসমালোচনার মুখে থাকা নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান বলেছেন, তিনিসাংবাদিকদের নিয়ে কোনো খারাপ মন্তব্য করেননি।তার ‘অফ দ্য রেকর্ড’ বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে একটি দৈনিকপত্রিকা। তারপরেও প্রকাশিত ওই ‘বিকৃত’ সংবাদ পড়ে সাংবাদিকরা কষ্ট পেয়েথাকলে তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।মঙ্গলবার এক বিবৃতিতে নিজের এ অবস্থান তুলেধরেন শামীম ওসমান।গত রোববার শামীমকে উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনেবলা হয়, সাংবাদিকরা হচ্ছে কুকুর। আমরা যখন ছোট ছিলাম, তখন পাড়ার অনেকেপয়সা হলে বাড়িতে কুকুর পুষতো। ওদের বাড়ির সামনে গেলে কুকুরগুলো মুখভেংচাতো। এরপর যাদের আরও পয়সা হলো, তারা মিডিয়া পোষা শুরু করল। এগুলোহলো অ্যালসেশিয়ান কুকুর। প্রশিক্ষিত। লাথি দিলেও এগুলো কামড়াতে আসে।যেমনধরেন, বসুন্ধরার শাহ আলম। ওর আছে চারটা। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, একটি অনলাইন পত্রিকা আর আরেকটি সান না কী যেন নামের ইংরেজি পত্রিকা।বাবুলের একটা পত্রিকা ছিলো, আরেকটা টেলিভিশন নিছে। আজাদ সাহেব, ওনার আগেপত্রিকা ছিলো একটা, তার আরেকটা লাগবে। নতুন করে একটি টিভি চ্যানেল নিছে।পত্রিকা আছে একটাই, সেইটা হইলো ইত্তেফাক৷এর পরিপ্রেক্ষিতে সোমবার এ বক্তব্যের নিন্দা জানিয়ে শামীম ওসমানকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানায় সম্পাদক পরিষদ।সম্পাদকদের ওই আহ্বানের পরদিন এই বিবৃতি পাঠালেন শামীম ওসমান।এতেপ্রথম আলো সম্পর্কে নেতিবাচক কথা বলা হলেও অন্যান্যশীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের মালিক ও সম্পাদকদের প্রশংসা করেছেন তিনি।