এসএসসি পরীক্ষার ফরমপূরণে অতিরিক্ত ফি আদায় : বরিশালে প্রধান শিক্ষকসহ ৫ জন জেলহাজতে

স্টাফ রিপোর্টার: এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দায়েরকৃত মামলায় সদর উপজেলার চরামদ্দি ডব্লিউ.কে. মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ ৫ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার আসামিরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তরুণ বাছাড় তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাউসেল আলম খান লাল, প্রধান শিক্ষক আব্দুল গণি, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম খান ও শিক্ষক ওয়াহেদুজ্জামান। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪-১৫ বর্ষের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য গত বছরের নভেম্বর মাসে বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ফরম পূরণ করা হয়। ৬৩ জন পরীক্ষার্থীর ফরম পূরণ বাবদ তাদের প্রত্যেকের কাছ থেকে ২ হাজার ৮’শ টাকা থেকে ৩ হাজার ২’শ টাকা পর্যন্ত আদায় করা হয়। যা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি’র চেয়ে তিনগুণ বেশি।