এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার: অনুমতি না নিয়ে নিজেকে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করায় জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল রোববার হুসেইন মুহম্মদ এরশাদ তাকে এ অব্যাহতি দিয়েছেন। এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ উপদেষ্টার পদটি পার্টির গঠনতন্ত্রে নেই। ফলে তাকে অব্যাহতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান। আজ থেকে পার্টি সংশ্লিষ্ট কোনো বিষয়ে তার সাথে সম্পর্ক থাকবে না। প্রসঙ্গত, গত শনিবার সকালে বনানীতে ববি নিজেকে ডিসিসি উত্তরের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেন। ববি হাজ্জাজ তখন বলেন, এরশাদ আমার পিতৃ সমতুল্য। তার আশীর্বাদ আমার সাথে আছে। আমার জন্ম ঢাকায়। স্বপ্নের ঢাকাকে বাস্তবে রূপ দিতে এ নির্বাচনে অংশ নেবো। উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকার দু সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।