এবার সবাইকে আন্দোলন করতে হবে : খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এতোদিন জনগণের স্বার্থে অপেক্ষা করেছি, এখন নতুন কর্মসূচি দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আগে সারাদেশে আন্দোলন হয়েছিলো। ঢাকায় পিছিয়ে ছিলাম। এবার সবাইকে আন্দোলন করতে হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ২০০৯ সালের পর থেকে এতো অপকর্ম করেছে, ক্ষমতা ছাড়লে কি পরিণতি হবে তা তারা নিজেরাই জানে। তাদের গায়ে আমাদের হাত দিতে হবে না। ক্ষমতা ছাড়লে দেশের জনগণই গণধোলাই দেবে। ক্ষমতা না ছাড়লে মানুষই একদিন অতিষ্ঠ হয়ে আমাদের রাস্তায় নামতে বাধ্য করবে। গতকাল রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে খুলনা ও বরিশাল বিভাগের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা বলেছেন- খুনিদের সাথে নাকি আলোচনা করবে না। কিন্তু শেখ হাসিনার ডানে-বামেই তো খুনি। খুনিদের সাথেই তিনি কাজ করছেন। একপাশের এরশাদ অন্যপাশে ইনুকে রেখেছেন। দুজনই খুনি। তিনি বলেন, সবাই আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে। আর আওয়ামী লীগ একঘরে হবে। আমাদের পায়ের তলায় মাটি আছে বলেই আমরা যেখানে সমাবেশ করছি সেখানে বিপুল মানুষ অংশ নিচ্ছে। ডিসি-এসপি দিয়ে মানুষ আনতে হচ্ছে না।  সরকার দুর্নীতিবাজদের দায়মুক্তি দিচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, সরকারের লোকেরা পদে পদে দুর্নীতি করছে। তাদের এই দুর্নীতির জন্য একদিন জবাবদিহি করতে হবে।