এবার দেবীর আগমন ও প্রস্থান দুটোই হবে ঘোড়ায় চড়ে

 

খাইরুজ্জামান সেতু/আলম আশরাফ: আর কদিন পরেই শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ঘুম নেই হিন্দু সম্প্রদায়ের বাঙালি নর-নারীদের। সর্বত্রই দুর্গোৎসবের আনন্দ। দুষ্টের দমন, শিষ্টের পালন ও বিশ্বব্যাপী অবারিত মঙ্গলধ্বনি বয়ে যাক, দেবী দুর্গা এমন বার্তা নিয়েই আসছেন লোকালয়ে। তাই বাঙালি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এখন আনন্দের ঢল। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরি আর সাজসজ্জ্বার কাজ চলছে পুরোদমে। দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ৬ অক্টোবর মহাপঞ্চমী দেবীর বোধনের মধ্যদিয়ে। আর পরের দিন ৭ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। এবার দেবীর আগমন ও প্রস্থান দুটোই হবে ঘোড়ায় চড়ে।

সারাদেশের ন্যায়  চুয়াডাঙ্গা জেলার ৮৬ পূজামণ্ডপে ঢাক-ঢোল আর কাঁসার শব্দে ঢাকের তালে তালে শুরু হবে শারদীয় উৎসব। এদিকে পূজাকে সামনে রেখে যেমনিভাবে দম ফেলার সময় নেয় আয়োজকদের, তেমনি পূজাকে সুষ্ঠ, সুন্দর ও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে নানা পরিকল্পনা।

কাঠ-মাটির কাজ শেষ করে এখন চলছে  প্রতিমা রঙ করার কাজ। শেষ সময়ে এখন কারিগররা ব্যস্ত নিপুণ তুলির আঁচড়ে বর্ণাঢ্য বিভায় মা দুর্গাকে উদ্ভাসিত করে তোলার কর্মে। প্রতিমার গায়ে শেষ তুলির আঁচড়ের পাশাপাশি দেবী দুর্গাকে প্রয়োজনীয় অলঙ্কারও পরানো হবে। এবার জেলার ৪ উপজেলায় মোট ৮৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বিশেষ সূত্রে জানা গেছে এর মধ্যে জেলা পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী জেলাই সাধারণ মণ্ডপ হচ্ছে ৪১, গুরত্বপূর্ণ ২৮ ও অধিক গুরত্বপূর্ণ ১৭টি। চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ মণ্ডপ হচ্ছে ১২টি, গুরত্বপূর্ণ ৮টি ও অধিক গুরত্বপূর্ণ ৩টি। দামুড়হুদা থানায় সাধারণ মণ্ডপ হচ্ছে ১৩, গুরত্বপূর্ণ ৩ ও অধিক গুরত্বপূর্ণ ২টি। জীবননগর থানায় সাধারণ মণ্ডপ হচ্ছে ১১, গুরত্বপূর্ণ ৭ ও অধিক গুরত্বপূর্ণ ১টি। আলমডাঙ্গা থানায় সাধারণ মণ্ডপ ৫, গুরত্বপূর্ণ ৯ ও অধিক গুরত্বপূর্ণ ১১টি। সদর থানায় সাধারণ পূজা মণ্ডপগুলো যথাক্রমে চুয়াডাঙ্গা দাসপাড়া সনাতন মন্দির, বেলগাছি সার্বজনীন পূজামণ্ডপ, সরিষাডাঙ্গা দাসপাড়া, ফুলবাড়ি সার্বজনীন পূজামণ্ডপ, সরোজগঞ্জ কাচারিপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, কুকিয়া চাঁদপুর শ্রী বারোয়ারী পূজামণ্ডপ, বেগমপুর-নেহালপুর পূজামণ্ডপ, কুন্দিপুর পূজামণ্ডপ, গড়াইটুপি মিস্ত্রিপাড়া বারোয়ারী পূজামণ্ডপ, বলদিয়া দাসপাড়া পূজামণ্ডপ, ৬৩নং আড়িয়া সার্বজনীন পূজামণ্ডপ, বোয়ালিয়া সার্বজনীন পূজামন্দির। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ গুলো যথাক্রমে তালতলা সার্বজনীন পূজা মন্দির, তালতলা ষষ্ঠিতলাপাড়া দূর্গা মন্দির, চুয়াডাঙ্গা কুলচারা দুর্গামন্দির, দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, মোমিনপুর কালিমন্দির, সিন্দুরিয়া সার্বজনীন পূজামন্দির, আলিয়ারপুর সার্বজনীন পূজামন্দির, গড়াইটুপি পালপাড়া পূজামণ্ডপ, তেঘরী সার্বজনীন পূজামণ্ডপ, অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ গুলো যথাক্রমে চুয়াডাঙ্গা বড় বাজার পূজামণ্ডপ, কেদারগঞ্জ মালোপাড়া দুর্গাপূজা মন্দির, দৌলাতদিয়াড় হিন্দুপাড়া শ্রী শ্রী বারোয়ারী দুর্গামন্দির।

দামুড়হুদা থানায় সাধারণ মণ্ডপগুলো যথাক্রমে দামুড়হুদা মাতৃমন্দির, দামুড়হুদা দাসপাড়া পূজামণ্ডপ, চিৎলা পূজামণ্ডপ, গোবিন্দহুদা দাসপাড়া পূজামণ্ডপ, বিষ্ণুপুর পূজামণ্ডপ, কার্পাসডাঙ্গা পূজামণ্ডপ, ডুগডুগি পূজামণ্ডপ, জয়রামপুর পূজামণ্ডপ, ছোট দুধপাতিলা পূজামণ্ডপ, পারকৃষ্ণপুর পূজামণ্ডপ, দর্শনা আমতলা পূজামণ্ডপ, দর্শনা কেরুজ সার্বজনীন পূজামণ্ডপ,দর্শনা কালিদাসপুর দাসপাড়া পূজামণ্ডপ। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ গুলো যথাক্রমে চণ্ডিপুর পূজামণ্ডপ, দর্শনা পুরাতন বাজার পূজামণ্ডপ, দর্শনা কালিদাসপুর বাগদীপাড়া পূজামণ্ডপ। অধিকগুরুত্বপূর্ণ পূজামণ্ডপ গুলো যথাক্রমে জগন্নাথপুর পূজামণ্ডপ, কালিয়াবকরী পূজামণ্ডপ। জীবননগর থানায় সাধারণ মণ্ডপ গুলো যথাক্রমে দেহাটি পালপাড়া পূজামণ্ডপ, দেহাটি অন্নপূর্ণা পূজামণ্ডপ, মনোহরপুর পালপাড়া পূজামণ্ডপ, শিয়ালমারী ক্ষিতিশ মণ্ডল সার্বজনীন আদিবাসী শ্রী শ্রী পূজামণ্ডপ, সিংনগর হালদারপাড়া পূজামণ্ডপ, আন্দুলবাড়িয়া যুগীপাড়া পূজামণ্ডপ, বাজদিয়া মিস্ত্রিপাড়া পূজামণ্ডপ, নিশ্চিন্তপুর মালোপাড়া দুর্গাপূজামণ্ডপ, রায়পুর সরদারপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, রায়পুর বারুইপাড়া পূজামণ্ডপ। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ গুলো যথাক্রমে দৌলতগঞ্জ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমন্দির সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ, বাজারপাড়া দৌলতগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শ্রী শ্রী দুর্গাপূজামণ্ডপ, সেহেরহুদা দাসপাড়া পূজামণ্ডপ, শাখারিয়া শ্রী শ্রী সার্বজনীন শিবকালি পূজামণ্ডপ, শাখারিয়া আদিবাসীপাড়া শ্রী শ্রী পূজামণ্ডপ, মাধবপুর হালদারপাড়া পূজামণ্ডপ, বকুরিয়া সার্বজনীন পূজামণ্ডপ। অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ গুলো যথাক্রমে সুটিয়া পূজামণ্ডপ। আলমডাঙ্গা থানায় সাধারণ মণ্ডপ গুলো যথাক্রমে কলেজপাড়া শ্রী শ্রী দুর্গামন্দির, আনন্দধাম দাসপাড়া শ্রী শ্রী দুর্গামন্দির, গোবিন্দপুর দাসপাড়া শ্রী শ্রী দুর্গাপূজামণ্ডপ, পুরাতন বাসস্ট্যান্ড শ্রী শ্রী কালিপূজামণ্ডপ, বকশিপুর শ্রী শ্রী দুর্গামন্দির। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ গুলো যথাক্রমে খাসকররা শ্রী শ্রী দুর্গামন্দির, রায়লক্ষ্মীপুর শ্রী শ্রী দুর্গামন্দির, পুটিমারী শ্রী শ্রী দুর্গামন্দির, খুদিয়াখালী শ্রী শ্রী দুর্গামন্দির, বেতবাড়িয়া শ্রী শ্রী দুর্গামন্দির, কুলপালা শ্রী শ্রী দুর্গামন্দির, ভালাইপুর শ্রী শ্রী দুর্গামন্দির, হাটবোয়ালিয়া শ্রী শ্রী দুর্গামন্দির, আঠারোখাদা শ্রী শ্রী দুর্গামন্দির। অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ গুলো যথাক্রমে রথতলা শ্রী শ্রী দুর্গামন্দির, বাবুপাড়া শ্রী শ্রী দুর্গামন্দির, স্টেশনপাড়া শ্রী শ্রী দুর্গাপূজামন্দির, ক্যানেলপাড়া শ্রী শ্রী দুর্গামন্দির, গোবিন্দপুর হরিতলা শ্রী শ্রী দুর্গামন্দির, নান্দবার শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, নান্দবার বাবুপাড়া শ্রী শ্রী দুর্গামন্দির, হারদী আর্ঘ্য শ্রী শ্রী দুর্গামন্দির, মুন্সিগঞ্জ শ্রী শ্রী দুর্গামন্দির, গড়গড়ি বটতলা শ্রী শ্রী দুর্গামন্দির, কুমারী শ্রী শ্রী দুর্গামন্দির, কালিদাসপুর শ্রী শ্রী দুর্গামন্দির,

এদিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছুফী উল্লাহ জানান, হিন্দু ধর্মালম্বীরা যেনো শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি প্রতি বছরের মতো এবারও কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গোৎসব পালিত হবে। ধর্ম যার যার উৎসব সবার। উৎসব মুখর পরিবেশে শারদীয় উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। পূজাকে সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের জন্য প্রাশাসনসহ সকল সম্প্রদায়ের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছে।