এবারও চুয়াডাঙ্গায় জনপ্রতি ৫৫ টাকা ফিতরা নির্ধারণ করেছে উলামা পরিষদ

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এবারও জনপ্রতি ৫৫ টাকা হারে ফিতরা নির্ধারণ করেছে উলামা পরিষদ। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ১০টায় বুজরুকগড়গড়ি মাদরাসার অফিসে অনুষ্ঠিত জরুরিসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় গমের আটা ১ কেজি ৭শ গ্রামের বর্তমান বাজার দর অনুযায়ী ৫৫ টাকা জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে। তবে ধনি ধর্মপ্রাণ মুসল্লিরা ৩ কেজি ৩শ ২৬ গ্রাম খেজুর, কিসমিচ, বজ বা পনিরের মূল্য অনুযায়ী ফিতরা প্রদান করতে পারেন। ফিতরা নির্ধারণ সভায় উপস্থিত ছিলেন মুফতি মুস্তফা কামাল কাসেমী, ইমাম সমিতির সেক্রেটারি মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা রুহুল আমিন, মাও. আমির হোসেন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা জাহিদ হাসান, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা শোয়াইব কাসেমী, মালানা নাজমুল ইসলাম, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা এনামুর হক, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা শামসুদ্দীন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন মুফতি জোনাইদ আল হাবেবী।