এটা সরকারের কূটনৈতিক সাফল্য : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাথে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের রাজ্যসভায় সর্বসম্মতভাবে ১১৯তম সংবিধান সংশোধনী বিল পাসকে তার সরকারের ব্যাপক কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিলটি পাসের প্রেক্ষাপট উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলা ভাগের পর থেকে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত কেউই এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম দু প্রতিবেশী দেশের মধ্যকার কয়েক দশকের পুরনো সীমান্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধু এর সমাধানে কাজও করেছেন। কিন্তু বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর এ প্রক্রিয়া থেমে যায় এবং পরবর্তী কোনো সরকার এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ৭৫-পরবর্তী সরকারগুলো ভারতের সাথে স্থলসীমান্ত হোক বা সমুদ্রসীমা, কোনো অমীমাংসিত বিষয় নিষ্পত্তির উদ্যোগ নেয়নি।

শেখ হাসিনা বলেন, ওই সরকারগুলো স্বাধীনতা বিক্রির অভিযোগ করে কেবল আওয়ামী লীগকে গালিই দিয়েছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে, তারা দেশের কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঝুলে থাকা সব সমস্যা সমাধানের উদ্যোগ নেয়। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে আবারো এই প্রক্রিয়া থেমে যায়। ২০০৯ সালে ক্ষমতায় ফিরে এসে আওয়ামী লীগ সরকারই এই প্রক্রিয়া পুনরুজ্জীবিত করে। সরকার ইতোমধ্যে ভারতের সঙ্গে স্থলসীমান্ত ও সমুদ্র সীমান্ত এ দুটি বিরোধ নিষ্পত্তি করেছে।