একুশে টিভির চেয়ারম্যান সালাম জেলহাজতে

স্টাফ রিপোর্টার: বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশিনের (ইটিভি) চেয়ারম্যান ও সিইও আবদুস সালামকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। গ্রেফতারের পর গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে আদালত আব্দুস সালামের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি ৮ জানুয়ারি নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুচনা এ আদেশ দেন। আদালত তার আদেশে বলেন, জব্দকৃত আলামতের সিডি ছাড়া রিমান্ড বা জামিনের শুনানি করা যাবে না। এর আগে সোমবার রাতে ইটিভি কার্যালয়ের সামনে থেকে আব্দুস সালামকে আটক করে ডিবি পুলিশ। ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা পর্নোগ্রাফির অ্যাক্টের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার রাত সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজারের ইটিভির নিজ কার্যালয় থেকে বের হয়ে বাসায় যাওয়ার সময় আব্দুস সালামকে ১০/১২ জন ব্যক্তি গাড়িসহ নিয়ে যায়। এ সময় তার গাড়ি চালককে নামিয়ে দেয়া হয়। ঘটনার বর্ণনা দিয়ে ইটিভির চিফ ফ্যাসিলিটিস কো-অর্ডিনেটর সাঈদ মুন্না জানান, চেয়ারম্যান আবদুস সালাম রাত সাড়ে ৩টার দিকে অফিস থেকে বের হলে ইটিভি কার্যালয়ের সামনে থেকে ডিবি পরিচয়ে কয়েকজন তাকে ধরে নিয়ে যান। তবে কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়টি তারা তখন নিশ্চিত হতে পারেননি। সাঈদ মুন্না বলেন, আমরা ধারণা করছি, ইটিভিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য প্রচার করায় আবদুস সালামকে আটক করা হয়েছে। সোমবার ইটিভির অনুষ্ঠান ঢাকার কিছু এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দেখা যায়নি। ক্যাবল অপারেটররা বিভিন্ন স্থানে ইটিভির সম্প্রচার বন্ধ করে দেয়ার পর থেকে অভিযোগ আসে চ্যানেলটির কার্যালয়ে। বিকেলে চ্যানেলটি বন্ধ করে দেয়া হয়েছে- এমন গুজবও রটে যেসব এলাকায় অনুষ্ঠান দেখা যায়নি সেসব এলাকায়।