একদিকে যুদ্ধবিরতি অন্যদিকে হামলা

মাথাভাঙ্গা মনিটর: যুদ্ধবিরতি চলাকালে গতকাল নতুন করে গাজায় বিমানহামলা চালিয়েছে ইসরাইল। বিমান থেকে ছোড়া একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রনিষ্ক্রিয় করতে গিয়ে তা বিস্ফোরিত হয়েছে। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে রয়েছেন বার্তা সংস্থা এপি’র ইতালিয় ভিডিও রিপোর্টার সিমোনকামিলি (৩৫)। এ ঘটনা ঘটেছে গাজার বেইত লাহিয়া শহরে।

মিশরের রাজধানী কায়রোতেইসরাইল ও ফিলিস্তিনি প্রতিনিধিরা যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন তখনই এহামলা চালায় ইসরাইল। যথারীতি যোদ্ধাগোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকরেছে বলে অভিযোগ করেছে ইসরাইলি সেনারা। তাদের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেহামাস। তাদের কর্মকর্তা ইজ্জাত রেশিক বলেছেন, ফিলিস্তিনিরা যুদ্ধবিরতিলঙ্ঘন করেনি। শান্ত পরিস্থিতিতে হামলার জন্য তিনি ইসরাইলকে দায়ী করেন।দুপক্ষের মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ৫ দিন।এর লক্ষ্য দীর্ঘস্থায়ী একটি যুদ্ধবিরতিতে পৌঁছা। এ উদ্যোগে মধ্যস্থতা করছেমিশর। গাজায় ইসরাইল যে নৃশংসতা চালিয়েছে প্রায় এক মাস, তাতে বিশ্ববাসীস্তম্ভিত। শুধু তারা হত্যাযজ্ঞই চালায়নি, ফিলিস্তিনিদের বাড়িঘরে মলমূত্রত্যাগ করে, অশ্লীল দেয়াল লিখনি লিখেছে। তারা কমপক্ষে ১৯০০ ফিলিস্তিনিকেহত্যা করেছে। এরপরই ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি মেনে নেয় দুপক্ষ। তা বুধবারদিবাগত মধ্যরাত পর্যন্ত বহাল ছিলো। পরে তার মেয়াদ আরও ৫ দিন বাড়ানো হয়। তবেমিশর যে তাদের মধ্যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে চেষ্টা করছেসে ক্ষেত্রে সফল হওয়া অনেক কঠিন কাজ। হামাস ও তার মিত্ররা দাবি করছে, গাজার ওপর ইসরাইল ও মিশরের যে অবরোধ আছে তা তুলে নিতে হবে। বুধবার আল আকসাহামাস টেলিভিশনকে হামাস নেতা ইসমাইল হানিয়েহ বলেছেন, ১৮ লাখ অধিবাসীর অবাধচলাচলে স্বাধীনতা দিতে হবে। এ নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয় নি। তবে এনিয়ে আরও আলোচনা হবে রোববার। তাই আগামীকাল রাতে ফিলিস্তিনের আরও প্রতিনিধিমিশরের রাজধানী কায়রো যাবেন।