এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্ন ফাঁস

স্টাফ রিপোর্টার: এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি প্রমাণিত  হওয়ায় ঢাকা বোর্ড ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করেছে। আজ ওই পরীক্ষা হওয়ার কথা। এর আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায়। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফাঁস হওয়া প্রশ্ন। গত ৩ এপ্রিল থেকে শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। কিন্তু শুরুতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যায়। কয়েকটি জায়গায় প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের গ্রেফতারও করা হয়। এর আগে এসএসসি-দাখিল, জেএসসি-জেডিসি ও প্রাথমিক সমাপনীর প্রশ্ন ফাঁস হয়। তদন্তে প্রমাণিত হলেও উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। ফলে প্রশ্ন ফাঁসের সাথে জড়িতরা বেপরোয়াভাবে বাণিজ্য করছে। আজ সারাদেশের ৮টি সাধারণ বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম বলেছেন, বিষয়টি আমরা জানি না। এ ধরনের ঘটনা ঘটে থাকলে বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। যাতে চক্রান্তকারীরা ধরা না পড়ে সে জন্য সাজেশন আকারে প্রশ্নটি ফাঁস করা হয়েছে। তবে এটি আসল প্রশ্ন কি-না তা যাচাই হবে পরীক্ষা শুরুর পর। প্রশ্নটি পাঠকদের জন্য দেয়া হলো- 01:verb: A set=Television all. B set = It is great deport of civilizalion… 02:preposition. A set=Dear……all over the country. B set=Dear x…..good for health. 03:Article. A set= Lily…is___girl. B set=Robinson cruse is  saibr….. 04: Phress. A set=Give up, go through, of and on, out and out, in line with. B set=over and over,green horns, lion shore, on…..so ly. 05:Narration. A set=Jerry…..present. B set=Have you finish your obel…. 06:trans formation. A set=Book is an of the..,. B set=nai 07:tag. A set=(a)let’s discuss the matter….? (b)A barking dog seldom bites….? (c)I had better come back….? 08:completing sen. A set 1.Run fast lest…,. 2.I can not help…, 3.the boy is too weak…. 4.the train left the station after…. 5.the time that has gone,…. 09`.Composition. A set=Visit to a place of historical interest detarsation. B set=femal education. 10:app A set=the facalityes of library. B set=to open a bank account manger. 11:Dialogue. A set=physical exercise. B set=H.s.c Examination. OR. Summary. A set=boy had an accident. B set=A conducter has not working for of bridge in your country. 12.story. A set =……a poor farmer B set=lion and mouse. 13.report: road acdnt

এবার সব বোর্ডে মোট পরীক্ষার্থী ৯ লাখ ৮৭ হাজার ৪৭৭ জন। এর মধ্যে অংশ নেয় ৯ লাখ ৭৭ হাজার ১৫৩ জন। লিখিত পরীক্ষা চলবে ৫ জুন পর্যন্ত। ওইদিন ইসলাম শিক্ষা দ্বিতীয়পত্র, সংস্কৃত ও পালি দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ১৬ জুন ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। এবার ২৫টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম বলেন, এর আগে বাংলা পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিলো। পরে দেখা যায় মূল প্রশ্নের সাথে মিলে না। ইংরেজি দ্বিতীয় পত্র ফাঁসের বিষয়ে তিনি বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। এখন পর্যন্ত বিষয়টি আমরা জানি না।