উপজেলা নির্বাচন : বিএনপি-৪৩ আ.লীগ-৩৪ জামায়াত-১৩ জাপা-১ অন্যান্য-৫

 

মেহেরপুর সদরে ১৯ দলীয় জোট ঝিনাইদহে ২টি আওয়ামী লীগ ও ২টিতে বিএনপি-জামায়াত জয়ী

স্টাফ রিপোর্টার: প্রথম দফা ৯৭ উপজেলা নির্বাচনের ৯৬টি উপজেলার ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে ৪৩ উপজেলায় বিএনপি, ৩৪ উপজেলায় আওয়ামী লীগ ও ১৩ উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী, জাতীয় পার্টি ১ ও ৫টি উপজেলায় স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন। এবার চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম বুধবার ৯৭টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোলযোগের কারণে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। তবে এ দুটির চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন। সবশেষ ৯৬টি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপিসহ ১৯ দলীয় জোট প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোটের প্রার্থী অ্যাড. মারুফ আহমেদ বিজন ১ হাজার ৭১০ ভোটে, ভাইস চেয়ারম্যান পদে পৌর জামায়াতের আমির মাও. মাহাবুবুল আলম ২৬ হাজার ৪শ ভোটে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি মহিলা দলের সভানেত্রী রোমানা আহমেদ রুমা ৭ হাজার ৩৫২ ভোটে বিজয়ী হয়েছেন।

গতকাল বুধবার রাত ১০টায় জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জানান, ১৯ দলীয় জোটের প্রার্থী অ্যাড. মারুফ আহমেদ বিজন (কাপ-পিরিচ) ৬৬ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ মো. গোলাম রসুল (আনারস) ৬৫ হাজার ২৮৫ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে পৌর জামায়াতের আমির মাও. মাহাবুবুল আলম (চশমা) ৭৪ হাজার ৭২১ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুর রব বিশ্বাস (টিউব-ওয়েল) ৪৮ হাজার ৩২১ ভোট পেয়েছেন। একই পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রভাষক ফয়েজ মোহাম্মদ (তালা) ৯ হাজার ৮০৫ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি মহিলা দলের সভানেত্রী রোমানা আহমেদ রুমা (কলস) ৬৫ হাজার ১৮ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সামিউন বশিরা পলি (হাঁস) ৫৭ হাজার ৬৬৬ ভোট পেয়েছেন।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহের ৪টি উপজেলার দুটি আওয়ামী লীগ, একটি বিএনপি ও একটিতে জামায়াতের প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল আলিম ১ লাখ ৫ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কনক কান্তি দাস পেয়েছেন ৬৬ হাজার ৩শ ২৭। সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের হাবিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির তহুরা বেগম বিজয়ী হয়েছেন।

শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শিকদার মোশারফ হোসেন সোনা ১ লাখ ২৯ হাজার ৩৬৭ ভোট বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী বিএনপি সমর্থিত রাকিবুল হাসান খান দিপু পেয়েছেন ২৩ হাজার ১৯১ ভোট। অবশ্য ভোট শুরুর ২ ঘণ্টার মধ্যে ব্যাপক জালভোট ও কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জন করেন বিএনপি সমর্থিত প্রার্থী দিপু। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শামীম হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফেরোজা নাসরিন লিপি বিজয়ী হয়েছেন।

ঝিনাইদহের কোটচাঁদপুরে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী তাজুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ২৬ হাজার ১৫৭। এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ২২ হাজার ১৩৮। এ উপজেলায় জামায়াতের মোয়াবিয়া হোসেন ভাইস চেয়ারম্যান ও নাজমা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩৮ হাজার ১৫৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি একাংশের প্রার্থী ডাক্তার নুরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৩২ হাজার ৫২৮টি। এ উপজেলায় আওয়ামী লীগের মতিয়ার রহমান মতি ভাইস চেয়ারম্যান ও বিএনপির শাহনাজ পারভীন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বুধবার কোটচাঁদপুরে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনে চেয়ারম্যানসহ তিনটি পদে জামায়াত সমর্থিতরা জয়লাভ করেছেন। চেয়ারম্যান পদে জামায়াতের উপজেলা আমির মাও. তাজুল ইসলাম দোয়াত-কলম প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২৬ হাজার ১৫৭ ভোট পেয়েছেন। ২২ হাজার ১৩৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন (আনারস প্রতীক) বিএনপির উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। ২০ হাজার ৯৫৭ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি মোটরসাইকেল প্রতীক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেতা মোয়াবিয়া হুসাইন মাইক প্রতীক নিয়ে ৩০ হাজার ১০৭ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীক নিয়ে যুবলীগ নেতা মীর কাশেম আলী পেয়েছেন ২০ হাজার ৪৮৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত নাজমা খাতুন সেলাইমেশিন প্রতীক নিয়ে ২৮ হাজার ৭৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নাছিমা ইসলাম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ২৩৫ ভোট।