উজিরপুর তুলার মিলে ডাকাতি মামলায় ভিমরুল্লার রানা গ্রেফতার

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার উজিরপুরস্থ মওলা ট্রেডার্স নামক তুলার মিলে ডাকাতির মামলায় বহু অপকর্মের হোতা ভিমরুল্লার রানা (৩৬) ও উজিরপুরের আজিজুলকে (৩৮) গ্রেফতার করেছে দামুড়হুদা থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমানের নেতৃত্বে এসআই বাবলুর রহমান খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে উভয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। মামলার কদন্তকারী কর্মকর্তা এসআই বাবলুর রহমান খাঁন ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল বুধবার তাদের উভয়কেই আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক উভয়কেই জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাত আনুমানিক ২টার দিকে ১০/১২ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত দল দামুড়হুদার উজিরপুরস্থ মওলা ট্রেডার্স নামক তুলার মিলে প্রবেশ করে এবং ২ ঘণ্টাব্যাপি তাণ্ডব চালিয়ে ১ আলমসাধু ও ৩টি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরদিন মিল মালিক চুয়াডাঙ্গা জেলা সদরের হাটকালুগঞ্জের মনিরুজ্জামান সোহেল বাদী হয়ে অজ্ঞানামা ১০/১২ জনের নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। ওই ঘটনার পর গত ৩ আগস্ট রাত ১টার দিকে ওই তুলার মিলে সশস্ত্র ডাকাতদল আবারও হানা দেয়। ঘটনার প্রধান সন্দেহভাজন চুয়াডাঙ্গা জেলা সদরের ভিমরুল্লার মৃত আশকার আলীর ছেলে রানা ও উজিরপুরের মৃত কাটু মল্লিকের ছেলে আজিজুলকে খুঁজতে থাকে পুলিশ। এই এক পর্যায়ে গত মঙ্গলবার রাতে তাদের উভয়কে আটক করে পুলিশ।