উচ্ছেদ ঘোষণা : চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের অধিকাংশ অবৈধ স্থাপনাই সরিয়ে নেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মাইকে ঘোষণা পেয়েই চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে অধিকাংশ অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া হয়েছে। তবে দোকানের নির্দিষ্ট স্থান দখলে রাখতে খুঁটি পুঁতে রাখার পাশাপাশি সেখানেই পসরা সাজিয়ে বসা হচ্ছে দিনে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়কের পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয় সম্প্রতি। জেলা প্রশাসনের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অংশ হিসেবে মাইক প্রচার করে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার সময় বেধে দেয়া হয়। বেধে দেয়া সময় শেষ হয়েছে গতকাল রোববার। গতপরশু থেকেই চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে অবৈধ স্থাপন নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার দৃশ্য চোখে পড়ে। গতকাল রোববার অধিকাংশ স্থাপনা সরিয়ে নেয়া হলেও শহরের অন্যান্য স্থানের অবৈধ স্থাপনা বহাল রেখেই বসে আছেন দোকানিরা। আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও ঠিক কখন বা কবে থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।