ঈদে মানুষ কষ্ট পেলে আমি প্রকৌশলীদের কষ্ট দেবো:ও. কাদের

 

 

স্টাফ রিপোর্টার: ঈদে জনগণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য ঢাকা-চট্টগ্রামমহাসড়কের সীতাকুন্ড অংশে আগামী ২০ রমজানের মধ্যে সংস্কারের নির্দেশ দেন।জনগণ কষ্ট পেলে আমি প্রকৌশলীদের কষ্ট দেব। বৃষ্টি উপেক্ষা করে রাস্তা ঠিকরাখতে হবে। বাস-মালিক সমিতির ধর্মঘটের আলটিমেটামের পরিপ্রেক্ষিতে মহাসড়কপরিদর্শনে এসে তিনি গতকাল রোববার বেলা ১১টায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায়উপরোক্ত মন্তব্য করেন। তিনি বাস-মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকেরউদ্দেশে বলেন, ধর্মঘটের ভয় দেখিয়ে লাভ নাই। আমি আপনাদের সাথে আছি। আগামীঈদ উপলক্ষে ঈদের আগের ৩ দিন ও পরের ২ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ওলরি চলাচল না করার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ দিদারুলআলম, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাউদ্দিন, চার লেন প্রকল্প পরিচালক ইবনেআলম হাসান, উপজেলা চেয়ারম্যান এস.এম মামুন, চট্টগ্রাম সড়ক ও জনপদ নির্বাহীপ্রকৌশলী অরুণ আলো বড়ুয়া, এডিশনাল ডিআইজি মোশারফ হোসেন, এডিশনাল এসপিশহিদুল্লাহ ও বাস-মালিক সমিতির সভাপতি কপিল উদ্দিন ও সাধারণ সম্পাদকঅধ্যাপক কপিল উদ্দিন।