ঈদের নামাজ যেখানে যখন

 

স্টাফ রিপোর্টার: ঈদের দিন সকল সরকারি ও বেসকারি ভবনসমূহে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। শহেরর উল্লেখযোগ্য স্থানে ঈদগা ময়দানে প্রবেশদ্বার কালেমা তৈয়বা ও ঈদ মোবারক খচিত পতাকা দ্বারা সজ্জিতকরণের জন্য চুয়াডাঙ্গা পৌর মেয়রকে অনুরোধ করা হয়। হাসপাতাল, শিশুসদন, অন্ধস্কুল ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশনের জন্য স্ব স্ব কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। চুয়াডাঙ্গা শহরের ও পার্শ্ববর্তী এলাকার মুসল্লিদের সুবিধা বিবেচনা করে পবিত্র-ঈদুল ফিতর নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়, সদর উপজেলা পরিষদ চত্বর সাড়ে ৮টায়, ভি.জে স্কুলমাঠ সকাল ৮টায়, (চাঁদমারী মাঠ) কোর্টপাড়া চুয়াডাঙ্গা। বৃষ্টি হলে টেনিস মাঠে অনুষ্ঠিত হবে। পুলিশ লাইন সংলগ্ন ময়দানে সাড়ে ৮টায়, কারাগার সংলগ্ন ৮টায়, ভি.জে স্কুল ময়দান সাড়ে ৮টায়, বুজরুকগড়গড়ি সিঅ্যান্ডবি ঈদগা ময়দানে ৮টায়, হাটকালুগঞ্জ পুরাতন জামে মসজিদ সংলগ্ন ঈদগায় ৯টায়, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগায় সাড়ে ৮টায়, আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে ৮টায়, চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদরাসা প্রাঙ্গণে পৌনে ৯টায়, বুজরুকগড়গড়ি মাদরাসা প্রাঙ্গণে ৯টায়, ইসলামপাড়া গোরস্তান জামে সমজিদে সাড়ে ৮টায়, চুয়াডাঙ্গা পৌর কলেজমাঠ সংলগ্ন মাঠে ৯টায়, পলাশাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সাড়ে ৮টায়, খাদেমুল ইসলাম ঈদগায় সাড়ে ৮টায়, বেলগাছি ঈদগায় ৮টায়, রাহেলা খাতুন বালিকা স্কুলমাঠে পৌনে ৯টায়, পুরাতন গোরস্তানপাড়া জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায়, আল হেলাল ইসলামী একাডেমি মাঠে সাড়ে ৮টায়, নূরনগর-কলোনি জামে মসজিদ সংলগ্ন ৯টায়, নূরনগর ঈদগায় ৮টায়, বড়বাজার মসজিদে সোয়া ৮টা ১৫ মিনিটে, ওয়াবদা ঈদগায় পৌনে ৮টা ১৫ মিনিটে, বুজরুকগড়গড়ি বনানীপাড়া পৌনে ৯টায়, ভিমরুল্লাহ ঈদগায় সাড়ে ৮টায়, সাতগাড়ি ঈদগায় ৮টায়, দিগড়ি ঈদগায় সাড়ে ৮টায়, তালতলা ঈদগায় ৮টায়, সুমিরদিয়া আল আকসা ঈদগায় ৮টায়, চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে সকাল ১০টায় ও পীরগঞ্জ (ঠাকুরপুর) ঈদগা ময়দানে সকাল ৮টায় ঈদের নামাজ নির্ধারণ করা হয়েছে। বাস্তবায়ন করবে স্ব স্ব ঈদগা কমিটি। এছাড়া অন্য স্থানে অনুষ্ঠিত ঈদের নামাজ ঈদগা কমিটি নির্ধারণ করবে। ঈদের জামাত যথাসম্ভব বড় করা এবং ক্ষুদ্র জামাতগুলো একসাথে করে বড় জামাতে পরিণত করার আহ্বান জানানো হয়।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল ৯টায়, দৌলৎগঞ্জ থানাপাড়া ঈদগা ময়দানে সকাল ৮:৩০ মিনিটে, উথলী ঈদগা ময়দানে সকাল ৯টায়, আন্দুলবাড়িয়া খাজা পারেশ সাহেব ঈদগা ময়দানে সকাল ৯টায়, রায়পুর ঈদগা ময়দানে সকাল ৮:৩০ মিনিটে, বাঁকা আঁশতলাপাড়া ঈদগা ময়দানে সকাল ৯টায়, হরিপুর ঈদগা ময়দানে সকাল ৯টায়, মনোহরপুর বাসস্ট্যান্ড ঈদগা ময়দানে সকাল ৮:৩০ মিনিটে, খয়েরহুদা ঈদগা ময়দানে সকাল ৮:৩০ মিনিটে, মিনাজপুর স্কুল ঈদগা ময়দানে সকাল ৯টায়, বেনীপুর ঈদগা ময়দানে সকাল ৯টায়, ধোপাখালী ঈদগা ময়দানে সকাল ৮:৩০ মিনিটে, মাধবপুর ঈদগা ময়দানে সকাল ৮:১৫ মিনিটে, বাড়ান্দি ঈদগা ময়দানে সকাল ৯টায়, রাজাপুর ঈদগা ময়দানে সকাল ৯টায় ও সুটিয়া ঈদগা ময়দানে সকাল ৮:৩০ মিনিটে ঈদের প্রধান প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।

মেহেরপুর অফিস জানিয়েছে, রোজা ২৯টি হলে কাল বুধবার ঈদ। আর রোজা ৩০টা হলে পরশু বৃহস্পতিবার ঈদ। চাঁদ দেখার ওপর নির্ভর করবে ঈদ। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত আরবে চাঁদ দেখা যায়নি।

মেহেরপুর পৌর ইমাম সমিতির সভাপতি হোটেলবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাও. রোকনুজ্জামান জানান- ঈদের দিন সকাল সোয়া ৮টায় পৌর ঈদগা ময়দানে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন পৌরগড় মসজিদের ইমাম মাও. আব্দুল হান্নান, সকাল সাড়ে ৮টায় শহরের উপকণ্ঠের পুরাতন ঈদগা ময়দানে ঈদের দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে। নামাজ পড়াবেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাও. রোকনুজ্জামান। সকাল পৌনে ৯টায় শহরের কোর্ট মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন ওই মসজিদের ইমাম আলহাজ আনসার উদ্দিন বেলালী। সকাল পৌনে ৯টায় মহিলাদের ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে পৌর ঈদগা ময়দানে। হাফেজ আব্দুল করিম ওই নামাজের ইমামতি করবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া সকাল ৭টায় শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিসের ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। ওই নামাজে ইমামতি করবেন শহরের শাহাজীপাড়া জামে মসজিদের ইমাম মাও. খালেদ সাইফুল্লাহ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী উপজেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কে অবস্থিত গাংনী কেন্দ্রীয় ঈদগা ময়দানে। সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। ডিগ্রি কলেজ সংলগ্ন চৌগাছা কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, বাঁশবাড়িয়া ঈদগা ময়দানে সকাল নয়টায়, শিশিরপাড়া ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে বামন্দী কেন্দ্রীয় ঈদগা এবং নিশিপুর ঈদগা ময়দানের জামাতের সময় নির্ধারণ হবে আজ। এছাড়াও এ উপজেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া এগারপাড়া ঈদগা ময়দানে। এখানে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এছাড়াও প্রতিটি গ্রামে পৃথক পৃথক ঈদগা পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এদিকে ঈদুল ফিতরের জামাত ক্ন্দ্রে করে ঈদগাগুলো ধোয়া মুছার কাজ শেষ হয়েছে। এর আশপাশে টানানো হয়েছে নানা রঙের ফেস্টুন। ঈদগার আশেপাশে নজর পড়লেই মনে হচ্ছে ঈদুল ফিতর দোয়ারে কড়া নাড়ছে।