ইয়েমেনে জঙ্গিদমনে সৌদি সরকারের পদক্ষেপে এরশাদের সমর্থন

স্টাফ রিপোর্টার: ইয়েমেনে জঙ্গিদমনে সৌদি সরকারের নেয়া পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সমর্থনের কথা জানান। এরশাদ বলেন, ইয়েমেনে হুতিদের দমনে সৌদি সরকারের দায়িত্বশীল ভূমিকাকে আমি সর্বান্তকরণে সমর্থন করি। আমি মনে করি, মধ্যপ্রাচ্যের একটি শান্তিপূর্ণ দেশ ইয়েমেন-এ জঙ্গি গোষ্ঠি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তা দমনের চেষ্টা করা না হলে ওই অঞ্চল আরো অশান্ত হয়ে উঠতো এবং তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তো। এ পরিস্থিতিতে সৌদিআরবের সরকার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করায় সৌদি সরকারকে আমি এবং জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, সৌদিআরব এর আগেও ইরাকের কুয়েত দখলের পরে- দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গোটা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে এবং কুয়েতের সার্বভৌমত্ব রক্ষা করে দিয়েছে। ওই সময় আমি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে সৌদি সরকারকে সহযোগিতার জন্য বাংলাদেশ থেকে সৈন্য প্রেরণ করে ভ্রাতৃপ্রতীম রাষ্ট্র সৌদিআরবের পাশে দাঁড়িয়েছিলাম। আমি সর্বদায় মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতীম মুসলিম রাষ্ট্রসমূহে অব্যাহত সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করি। সৌদিআরবও মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তার জন্য গোটা মুসলিম জাহান সৌদি সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞ থাকবে। প্রধানমন্ত্রীর বিশেষ এ দূত আশা প্রকাশ করে বলেন, ইয়েমেনের সরকার রক্ষায় হুতিদের দমনে সৌদিআরবের সামরিক অভিযান সফল হবে এবং আমি সৌদি সরকারের সাফল্য কামনা করি।