ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪২

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের দুটি মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪২ জন নিহত হয়েছেন। এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

অনলাইনে দেয়া এক বিবৃতিতে আইএস এ হামলা সম্বন্ধে বলেছে এটি ক্ষুদ্র সূচনা মাত্র। বিবৃতিতে আরও বলা হয়, বিধর্মী হুতিদের এটি জেনে রাখা উচিত যে, আইএসের সৈন্যরা তাদের ধ্বংস না করা পর্যন্ত এবং সাফাভিদদের (‍ইরানিদের) হাত কেটে না নেয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
শিয়া হুতিরা গত সেপ্টেম্বরে রাজধানী সানা দখল করে নেয়, ইরান তাদের সহায়তা করে বলে অভিযোগ রয়েছে। আইএস প্রথমবারের মতো ইয়েমেনে কোনো হামলার দায় শিকার করলো। দেশটিতে আল কায়েদাকে সবচেয়ে বড় জেহাদি গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়।