ইশালমারী বাজারে জাসদের জনসভা ও পল্লী বিদ্যুতের নতুন লাইন সংযোগ উদ্বোধনকালে তথ্য মন্ত্রী : খালেদা জিয়া বাংলাদেশের মুক্তিযোদ্ধা নিয়ে গভীর ষড়যন্ত্র করছে

হালসা প্রতিনিধি: কুষ্টিয়া মিরপুরের কুর্শা ইউপির ইশালমারী বাজারে জাসদের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন তথ্যমন্ত্রী কুষ্টিয়া-২ তথা মিরপুর ভেড়ামারা আসনের সংসদ সদস্য জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন জঙ্গী রানী বেগম খালেদা জিয়া দেশকে পেছনর দিকে নিয়ে যাওয়ার জন্য জঙ্গী সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছেন।
মন্ত্রী বলেন, মিরপুর ভেড়ামারার কোনো গ্রামে বিদ্যুতের বাইরে থাকবে না, কুর্শা ইউপির পুটিমারী, ইশালমারীতে নতুন বিদ্যুত লাইন সংযোগ হলো, এ এলাকার মানুষের ছেলে মেয়ে বিদ্যুতের আলোয় লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ অতিথি ছিলেন, পল্লী বিদ্যুত সমিতি নেতা অধ্যক্ষ রেজাউল ইসলাম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, মিরপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম রঙ্গলাল স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম, কুর্শা ইউপির চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সভাপতি আ. হান্নান, মিরপুর ভেড়ামারা সার্কেল এএসপি কামরুল ইসলাম। বক্তব্য রাখেন মালিহাদ ইউপি চেয়ারম্যান জাসদ নেতা বদর উদ্দিন ভদু, জাসদ নেতা জহিরুল ইসলাম, ওমর আলী প্রমুখ।
অপরদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল কুষ্টিয়া সার্কিট হাউসে বলেছেন, খালেদা জিয়া বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে গভীর ষড়যন্ত্র করছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সুযোগ নিয়ে যদি শহীদ ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর ব্যাপারে আবোলতাবোল বকেন তাহলে ওনার জায়গা হবে পাগলা গারদে। আর না হলে আদালতের বারান্দায়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।