ইরাকে জোড়া বোমা হামলায় নিহত ৫০ : আইএসের দায় স্বীকার

মাথাভাঙ্গা মিনটর: ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছের মহাসড়কে বৃহস্পতিবার একটি রেস্তোরাঁ ও পুলিশ তল্লাশি কেন্দ্রে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানিয়েছেন। পুলিশ জানায়, নাসিরিয়ার দক্ষিণ-পশ্চিমে এক হামলাকারী রেস্তোরাঁয় বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। পরে আরও ৩-৪ জন হামলাকারী সেখানে থাকা পুলিশের ওপর গুলি চালায়। খবর বিবিসির। হামলার কিছুক্ষণ পরই কাছের এক তল্লাশি কেন্দ্রে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে অন্তত চারজন ইরানি আছে বলে জানানো হয়েছে একটি খবরে। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। নাসিরিয়ার স্বাস্থ্য বিভাগের পরিচালক জসীম আল-খালিদি বলেন, শহরের হাসপাতালে মৃতদেহগুলো আনা হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এএফপি জানায়, ইরাকের শিয়া গোষ্ঠী হাশদ আল শাবির ছদ্মবেশ ধারণ করে হামলাকারীরা এ বোমা হামলার ঘটনা ঘটান। শিয়া এ গোষ্ঠীটি ইরাকে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে।