ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার: সুপ্রিমকোর্টের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে করা মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়েরকৃত মানহানির মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম ওই পরোয়ানা জারি করেন। একই সাথে পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। এ মামলায় এ নিয়ে তার বিরুদ্ধে দ্বিতীয় দফায় পরোয়ানা জারি করা হল। আদালতে রাষ্ট্রপক্ষের সহকারী পিপি আলাউদ্দিন খাঁন জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিলো। বাদী আদালতে ছিলেন। মামলার দুই আসামির মধ্যে সনাতন উল্লাহ আদালতে হাজির থাকলেও ইমরান অনুপস্থিত ছিলেন। তার পক্ষে সময়ের আবেদন করা হয়। বিচারক তা না মঞ্জুর করে পরোয়ানা জারি করেন।

তিনি বলেন, আদালতে ধার্য তারিখে তিনি আসেন না। ওয়ারেন্ট হলে পরের দিন জামিন নেন। মামলার ধার্য আগের তারিখেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো। পরেরদিন সে আত্মসমর্পণ করে জামিন নেন।