ইভটিজিং প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন

মেয়েদের নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ নিশ্চিত করুন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইভটিজিংকে ‘না’ বলুন, ইভটিজিং প্রতিরোধে সোচ্চার হোন- স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পৌরভবনের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ওবায়দুর রহমান চৌধুরী বলেন, যেকোনো মূল্যে ইভটিজিং প্রতিরোধ করতে হবে। ইভটিজিঙের বিরুদ্ধে যেমন নিজে সচেতন হতে হবে, তেমনি অন্যদেরকেও সচেতন করতে হবে। বিশেষ অতিথি কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি বলেন, স্কুল-কলেজে মেয়েদের নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে হবে।

ইভটিজিংবিরোধী মানববন্ধনে পৌরসভার সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।