ইবির রাধানগরে জমিজমা নিয়ে দু প্রতিবেশীর তুমুল বিরোধ প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ : উত্তেজনা

 

ইবি প্রতিনিধি: ইবির মনোহরদিয়া ইউনিয়নের রাধানগরে একপক্ষ অপরপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ঘর-বাড়ি ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আকস্মিক এ ঘটনায় গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

জানা গেছে, মনোহরদিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত বাদল মণ্ডলের ছেলে কৃষক মতিয়ারের (৪০) সাথে প্রতিবেশী মৃত আখের মণ্ডলের ছেলে কৃষক তফিজ মণ্ডলের (৪৫) ভিটের ৮৪ শতক জমি নিয়ে ১৩ বছর ধরে চলে আসছে বিরোধ, রয়েছে আদালতে মামলা। দু পক্ষের বাগবিতণ্ডা-সংঘর্ষ রক্তপাতের ঘটনা যেন নৈমিত্তিক ব্যাপার। কৃষক মতিয়ার মণ্ডল দাবি করে বলেছেন, গত পরশু মঙ্গলবার দুপুরে আকস্মিক প্রতিপক্ষ কৃষক তফিজ মণ্ডলের ছেলে ভুড্ডু, লাড্ডু, সহোদর আতিয়া মণ্ডল, আলফাজ মণ্ডলের ছেলে লালু, দলিল মণ্ডলের ছেলে ছমির, শমসের মণ্ডলের ছেলে রতনসহ ২০/২৫ জন ধারালো হেঁসো, রামদা লাঠিসোঁটা নিয়ে আকস্মিক তার বাড়িতে হামলা চালায়। এ সময় মতিয়ার মণ্ডল ভয়ে পালিয়ে যান স্ত্রী-স্বজনদের নিয়ে।