ইবির চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। গতকাল রোবববার (২২ অক্টোবর) থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ইবির চতুর্থ সমাবর্তন আগামী ২০১৮ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সমাবর্তনে উপস্থিত থাকবেন। সমাবর্তনে অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীরা আজ ২২ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। এতে বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষ পর্যন্ত ¯œাতক (সম্মান), ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত ¯œাতকোত্তর (মাস্টার্স) ও ২৩৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত এমফিল, পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের মূল সনদপত্র প্রদান করা হবে।
রেজিস্ট্রেশন ফি বাবদ ৪টি অথবা দুয়ের অধিক সনদের জন্য চার হাজার টাকা, ২টি সনদের জন্য তিন হাজার ৫শ টাকা এবং ১টি সনদের জন্য ৩ হাজার টাকা অগ্রণী ব্যাংক লিমিটেড; ইবি শাখা, ডাচবাংলা মোবাইল ব্যাংকিং (রকেট), শিওরক্যাশ ও মাইক্যাশের মাধ্যমে প্রদান করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনসহ যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে িি.িরঁ.ধপ.নফ/পড়হাড়পধঃরড়হ বিস্তারিত পাওয়া যাবে।