ইবিতে মঙ্গলবার থেকে ঈদুল আজহার ছুটি : আবাসিক হলসমূহ বন্ধ থাকবে

ইবি প্রতিনিধি: আগামী ৮ অক্টোবর মঙ্গলবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ১৮ দিনের ছুটি শুরু হচ্ছে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। আগামীকাল সোমবার দুপুর ১টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ছুটি শেষে আগামী ২৭ অক্টোবর থেকে যথারীতি ক্লাস পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. গোলাম সাকলায়েন জানান, ৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে। ২৬ অক্টোবর শনিবার অফিস খুলবে। খালেদা জিয়া হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান জানান, প্রভোস্ট কাউন্সিলের বৈঠকে আগামী ৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৬ অক্টোবর সকাল ১০টায় হল খুলে দেয়া হবে।