ইবিকে ৬ মাসে সেশনজটমুক্ত করার ঘোষণা

 

কুষ্টিয়া প্রতিনিধি: আগামী ছয় মাসের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) সেশনজটমুক্ত করার ঘোষণা দিয়েছেন ইবির নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রাশিদ আসকারী। গতকাল সোমবার দায়িত্ব গ্রহণ শেষে সব বিভাগীয় প্রধান ও অফিস প্রধানদের সাথে এক মুক্ত আলোচনায় তিনি এ  ঘোষণা দেন। এ সময় ভিসি বলেন, আমার শর্টটার্স ভিশন হলো আগামী ৬ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে জিরো সেশনজট করতে চাই। এর আগে সকাল সাড়ে ১০টায় নবনিযুক্ত ভিসি ড. রাশিদ আসকারী ও ট্রেজারার অধ্যাপক ড. মো. সেলিম তোহা মুক্ত বাংলায় ফুল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ভিসি ও ট্রেজারার নিজ অফিসে দায়িত্ব গ্রহণ করে বেলা ১১টায় প্রশাসন ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক সংগঠন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতি, ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্রসংগঠন এবং ইবি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতাদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।