আলুকদিয়া বাজারে ব্যাটারিচালিত ভ্যান ও আলমসাধুচালকদের সংঘর্ষ

 

আলুকদিয়া প্রতিনিধি: আলুকদিয়া বাজারে যাত্রী ওঠানো নিয়ে ব্যাটারিচালিত ভ্যান ও আলমসাধুচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে যাত্রী ওঠানো নিয়ে ব্যাটারিচালিত ভ্যান ও আলমসাধুচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আকুন্দবাড়ীয়া খালপাড়ার ভ্যানচালক মিনা (৪৫) আহত হয়েছেন। আলমসাধুচালক একই গ্রামের বিপুল (৩৫) ও তার ভাই বকুল (৪০) আলুকদিয়া বাজারের হোটেল থেকে জলন্ত কাঠের চ্যালা বের করে মিনাকে মারপিঠ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মিনার পিঠের কিছু অংশ পুড়ে যায়।

জানা গেছে, গতকাল শনিবার পানের হাট থাকায় পান বেচাকেনা করার জন্য ভালাইপুর মোড়ে পানচাষিরা আসা যাওয়া করছিলো। তবে ভ্যানচালকদের দাবি কোনো পানচাষিকেই ভ্যানে উঠতে দেয়া হচ্ছিলো না। কারণ ব্যাটারিচালিত ভ্যান অবৈধ। কিন্তু গোকুলখালী ফাঁড়ির পুলিশকে নিয়মিত মাসোহারা দেয়ায় তাদের আলমসাধুতে যাত্রী নেয়ার বৈধতা আছে বলে আলমসাধুচালকরা দাবি করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দু পক্ষের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটলেও পুলিশের কোনো ভূমিকা চোখে পড়েনি।