আলুকদিয়ার মধুকে পেটানোর অপরাধে সালিসের আয়োজনপ্রত্যাখান করায় মামলা

 

আলুকদিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া গ্রামের হিন্দু সম্পদায়ের মধুকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অপরাধে গতকাল সোমবার সন্ধ্যার পর সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিনের নেতৃত্বে একই গ্রামের ফরিদের বিরুদ্ধে সালিস বৈঠকের আয়োজন করা হয়। সালিস বৈঠকে মধুর চিকিৎসা খরচবাবদ সকলের সম্মতিক্রমে ২০ হাজার টাকা জরিমানা আদায়ের সিদ্ধান্ত নেয়া হলে পার্শ্ববর্তী আকুন্দবাড়িয়া গ্রামের ওয়াজের ছেলে ফরিদ তা প্রত্যাখান করে সালিসের স্থান ত্যাগ করেন এবং কোনোরূপ জরিমানা দেবে না বলে সাফ জানিয়ে দেন। রাত ৯টার দিকে মধুর আত্মীয়স্বজন বিচার না পেয়ে অবশেষে থানায় মামলা করেছে বলে জানা গেছে। সালিসে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিজানুর রহমান মিলন, বিশিষ্ট কাঠব্যবসায়ী কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত শনিবার বিকেল ৬টার দিকে কাঠমিস্ত্রি মধুর গরুর বাছুর ফরিদের ঝালের ক্ষেতে ঢুকে ক্ষেত নষ্ট করায় মধুকে জোরপূর্বক মাথাভাঙ্গা নদীর তীরে নির্জন জায়গায় নিয়ে বেধড়ক পিটায়ে রক্তাক্ত আহত করে ফরিদ ও তার ছেলে বিল্লাল। হাসপাতাল সূত্রে জানাগেছে, আজ সকাল ১০টার মধ্যে মধুর শারীরিক অবস্থার উন্নতি না হলে রাজশাহী রেফার করা হতে পারে।