আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন : হুইপ ছেলুর জোয়ার্দ্দার এমপি

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মান অবশ্যই উন্নয়ন ঘটাতে হবে
বদরগঞ্জ থেকে কবীর দুখু মিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গতকাল শুক্রবার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে ছিলো বিভিন্ন আয়োজন উৎসবে আনন্দময় পরিবেশ। সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, শপথ পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন। সকাল সাড়ে ৯টায় আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বদরগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ। এ পর্বে স্মৃতিচারণ, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সূবর্ণ জয়ন্তী উৎসবে বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. আশরাফুল হকসহ বিভিন্ন শিক্ষক-গুণী ব্যক্তিদের মধ্যে ক্রেস্ট ও উপহার তুলে দেয়া হয়।
মধ্যাহ্নভোজ বিরতি পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথি হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, শুধু শিক্ষার মান বৃদ্ধির চেষ্টা করলে হবে না ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মান অবশ্যই উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা থাকতে হবে সকল শিক্ষককে। তবেই আজকের এই শিক্ষার্থীরা আগামী দিনে এ দেশের নেতৃত্ব দেবে। যে কারণে এখন থেকে শিক্ষার্থীদেরকে প্রযু্ক্তি শিক্ষার মাধ্যমে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস ও চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রথম অধিবেশনের থাকা চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার রশীদ হাসান, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহাফুজুর রহমান মনজু, জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান, বদরগঞ্জ ওয়াকফ এস্টেটের মোত্তাওয়াল্লি শওকাত হাসান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. আশরাফুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান হাজি শাখাওয়াত হোসেন টাইগার, কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ রেজাউল করীম, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন, অ্যাড. আনোয়ার হোসেন তারা উপস্থিত হলে এ উৎসব আরো মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক, সভাপতি প্রতিষ্ঠাতা ও পরলোকগত সদস্যদের পরিবার ও সদস্যদের হাতে ১৫০টি ক্রেস্ট বিতরণের পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরোজগঞ্জ সাদেমান নেছা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লা শেখ, সাধুহাটি ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, দাতা সদস্য সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের আসাদুল হক আশা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী, সুবর্ণ জয়ন্তী উদযাপন উৎসবের প্রস্ততিসভা প্রচার কমিটির সদস্য আব্দুল মান্নান, রফিউদ্দিন বিশ্বাস, আতিয়ার রহমান, নিবন্ধন কমিটির আহ্বায়ক এএনএম আশিফ, সদস্য সচিব জাকিরুল ইসলাম, অভিভাবক সদস্য কাজী তারিকুজ্জামান, আজাদ ফেরদৌস পানজু, রমজান আলী, ডা. হাবিবুর রহমান, সাবেক সভাপতি আবু তালেব শেখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, পরিচালনা সদস্য এসএম আশিফ রহমান, কাজী তারিকুজ্জামান লাল্টু, রমজান মণ্ডল প্রমুখ। সন্ধ্যায় মঞ্চ সাংস্কৃতিক গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী রিকু আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম স্বপন।