আলমসাধু দুর্ঘটনায় দামুড়হুদা নতুন বাস্তবপুরের ৬ জন আহত : একজনের অবস্থা গুরুতর

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান আলমসাধু দুর্ঘটনায় নতুন বাস্তপুরের ৬ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে কার্পাসডাঙ্গার মুচিরবটতলার নিকট এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

জানা গেছে, নতুন বাস্তবপুরের মৃত হায়দরা আলীর ছেলে আলী আহম্মেদ (৩৬), আব্দুল হামিদের ছেলে গনি (৪০), আজিজুল হকের ছেলে আব্দুস সাত্তার (৩০), আব্দুল লতিফের ছেলে আব্দুল গফুর (৩০), আজির বকসের ছেলে আমজেদ ও বুদো মিয়ার ছেলে রাহেদ দিনমজুর। এরা ট্রাকে বাঁশ তোলার কাজে আলমসাধুযোগে আটককবরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে কার্পাসডাঙ্গা মুচির বটতলার অদূরে করিমনের চাকা রিকে ভেঙে উল্টে পড়ে। এতে আহত হন ৬ জন। আহতদের মধ্যে আলী আহম্মেদ ও গনিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। বাকিদের নেয়া দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথা চিৎলা হাসপাতালে। আলী আহম্মেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী নেয়ার পরামর্শ দেন। গতকালই তাকে রাজশাহীর উদ্দেশে নেয়া হয়। গনিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হয়েছে। বাকিদের চিৎলা হাসপাতালে চিকিৎসাধীন রাখা হলেও বাড়ি ফিরেছেন রহেদ।