আলমসাধু চালক রোয়াকুলির ময়না নিহত : হেলপারের অবস্থা গুরুতর

আলমডাঙ্গায় বিকল হয়ে যাওয়া ট্রাক রশি দিয়ে বেঁধে আনার সময় দুর্ঘটনা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুর শাদা ব্রিজের নিচে আলমসাধু উল্টে রোয়াকুলি গ্রামের আলমসাধুচালক ময়না নিহত হয়েছেন। কোর্টচাঁদপুর পাকা গ্রামের ট্রাকচালকের হেলপার পিন্টু জখম হয়েছেন। প্রথমে দুজনকেই উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় আলমডাঙ্গার একতা ক্লিনিকে ও পরে অবস্থার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। পথিমধ্যে ময়না মারা যান। বিকল হয়ে যাওয়া একটি মিনিট্রাক রশি বেঁধে আলমসাধুযোগে নিয়ে আসার সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা গড়াইটুপি গ্রামের জনৈক ব্যক্তির মিনি ট্রাকের হেলপার ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর পাকা গ্রামের দাউদ মণ্ডলের ছেলে পিন্টু (৩০)। তিনি ট্রাকের সাথে গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আলমডাঙ্গার কালিদাসপুরের নিকটবর্তী স্থানে তাদের ট্রাকটি বিকল হয়ে যায়। গতরাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া থেকে আলমসাধু নিয়ে ফিরছিলেন আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ময়না (৪৫)। ট্রাকচালক সে সময় বিকল হয়ে যাওয়া ট্রাকটি রশি দিয়ে আলমসাধুর সাথে বেঁধে নিয়ে যাওয়ার চুক্তি করেন আলমসাধুচালক ময়নার সাথে। চুক্তি মোতাবেক ময়না তার আলমসাধুর সাথে মিনি ট্রাকটি রশি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিরেন। কালিদাসপুর শাদা ব্রিজ অতিক্রম করার সময় ঢালুপথে মিনি ট্রাকটির গতি আলমসাধুর চেয়ে অনেক বেশি বৃদ্ধি পায়। মিনি ট্রাকটি স্বাভাবিকভাবেই তাকে টেনে নিয়ে চলা সামনের আলমসাধুকে পেছন থেকে প্রচণ্ড ধাক্কা দেয়। এতে আলমসাধুটি রাস্তায় উল্টে যায়। ফলে আলমসাধুচালক ময়না ও আলমসাধুরযাত্রী ট্রাক হেলপার পিন্টু রক্তাক্ত জখম হন। পালিয়ে বাঁচেন ট্রাকের অজ্ঞাত ড্রাইভার। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে স্থানীয় জনতা উদ্ধার করে নিকটবর্তী একতা ক্লিনিকে ভর্তি করে। সেখানে অবস্থার আরও অবনতি হলে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কুষ্টিয়া যাওয়ার পথে পাটিকাবাড়ি এলাকায় আলমসাধুচালক রোয়াকুলি গ্রামের ময়না মারা যান।