আলমডাঙ্গা হারদী খালপাড়া থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা হারদী গ্রামের খালপাড়া থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সকালে হারদী খালপাড়ার সাজ্জেত আলীর স্ত্রী ঘরের পেছনে রাস্তার পাশে খড়ির আনতে গিয়ে দেখেন, একটি লাল টেপ মোড়ানো কৌটা পড়ে আছে। বোমা দেখে এলাকার লোকজন আতঙ্কে হয়ে পড়ে এবং আলমডাঙ্গা থানায় খবর দেয়।

জানা গেছে, উপজেলার হারদী গ্রামের খালপাড়ার মৃত জহিরদ্দিন মল্লিকের ছেলে সাজ্জেত আলী মল্লিকের ঘরের পেছনে রাস্তার পাশে শুক্রবার রাতে কে বা কারা একটি লাল টেপ মোড়ানো কৌটা বোমা রেখে যায়। শনিবার সকালে সাজ্জেতের স্ত্রী রান্না করার জন্য বাঁশের খড়ি নিতে গিয়ে দেখেন, লাল টেপ মোড়ানো একটি কৌটা বোমা পড়ে আছে। এ সময় তিনি বাড়ির আশপাশের লোকজনকে ডাক দিয়ে বলেন, এটি একটি বোমা। এ সময় ওই পাড়ার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে থানায় খরব দিলে থানা এসআই আনিস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে তিনি বিষটি ভালোভাবে বুঝে নেন এবং একটি পানিভর্তি বালতির মধ্যে বোমাটি উঠিয়ে নেন। পরে তিনি নিশ্চিত করেন, এটি আসলে বোমা নয়, বোমা সাদৃশ্য বস্তু। এ সময় এলাকাবাসী জানায়, একটি দুষ্কৃতিকারী মহল এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য এটি রেখে গেছে।