আলমডাঙ্গা হারদীতে মিথ্যা চুরির অভিযোগ তুলে একই পরিবারের প্রতিবন্ধীসহ ৩ জনকে কুপিয়ে জখম

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদী শেখপাড়ায় দোকানে মিথ্যা চুরির অভিযোগ তুলে একই পরিবারের প্রতিবন্ধীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে লিটনের বিরুদ্ধে। গত শুক্রবার ইফতারের পর একজনকে কুপিয়ে ও দুজনকে পিটিয়ে আহত করেছে।

জানা গেছে, উপজেলার হারদী শেখপাড়ার প্রতিবন্ধী শফিকুল, তার স্ত্রী আবেদা খাতুন ও ছেলে সুজনকে মারপিট করেছে। বেশ কিছুদিন ধরে শফিকুলের ছেলে সুজনের নামে একই গ্রামের মুদিব্যবসায়ী আবুল কাশেমের ছেলে লিটন চুরির অভিযোগ দিয়ে আসছিলো। গত শুক্রবার সন্ধ্যার সুজন নামাজ পরে বাড়ি আসার সময় লিটন তাকে আবারও চোর বলে। এ সময় সুজন তার কথার প্রতিবাদ করলে লিটন ও একই গ্রামের শওকতের ছেলে কাকন তাকে মারধর করে। সুজনের বাবা ও মা ঠেকাতে আসলে লিটন দা দিয়ে শফিকুলের বাম হাত কোপ মারে। দার কোপে শফিকুলের হাতের রগ কেটে যায়। এ সময় সুজনের মাকেও মারপিট করে রক্তাত্ব জখম করে। স্থানীয় লোকজন রক্তাত্ব জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথম হারদী ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।