আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের বৈদ্যনাথপুরে বোমা ফাটিয়ে ডাকাতি

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের বৈদ্যনাথপুর কবরস্থানের সামনে ডাকাতির শিকার হয়েছে হারদী শেখপাড়া গ্রামের কয়েক গরুব্যবসায়ী। গতরাত সাড়ে ৮টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল শনিবার কুষ্টিয়ার বালিয়াডাঙ্গা পশুহাট থেকে গরুটানা টলিতে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা হাটববোয়ালিয়া সড়কের বৈদ্যনাথপুর কলাবাগান নামক স্থানে সড়কের ওপরে কলাগাছ দিয়ে রাস্তা আটকে টলির গতিরোধ করে ডাকাতদল। সেসময় ট্রলি চালিয়ে পালাতে গেলে ডাকাতরা ২টি বোমা ফাটিয়ে ও দেশীয় অস্ত্র নিয়ে ট্রলির গতিরোধ করে গরু ব্যবসীদের মারধর করে নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। ডাকাতির শিকার হয়েছেন- শেখপাড়া গ্রামের মহাসিন আলির ছেলে মোস্তফা, একই গ্রামের হান্নান, তরিকুল, নাজমুল, লিটন ও মন্টু। এর মধ্যে গুরুতর আহত মোস্তফাকে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর ডাকাতির স্থান থেকে ডাকাত সন্দেহে এক আলমসাধুচালকে আটক করে এলাকাবাসী। শেখপাড়া থেকে রাত ৯টার দিকে আলমডাঙ্গা থানার ওসি মনির মোল্লা, এসআই জিয়া, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প আইসি এএসআই নাসিরসহ সঙ্গীয়ফোর্স নিয়ে ডাকাত সন্দেহ আটক বড়বোয়ালিয়া গুচ্ছগ্রামের ঘরজামাই নিজাম উদ্দিনকে থানায় নেন।