আলমডাঙ্গা শালিকার রতনকে ধরতে পারেনি পুলিশ

 

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা শালিকার রতনকে ধরতে পারেনি পুলিশ। সে তার স্ত্রী শাহিনা খাতুনকে হত্যা করে আত্মগোপন করেছে। শাহিনার পিতা খোরদের শাহিদ তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। শাহিনার চাচা আব্দুস সামাদ আইনগত সহায়তা চেয়ে মানবতা সংস্থায় আবেদন করেছেন।

            চুয়াডাঙ্গা আলমডাঙ্গার খোরদের সেলিম হোসেনের ছেলে রতনের সাথে পার্শ্ববর্তী শালিকার শহিদ হোসেনের মেয়ে শাহিনা খাতুনের বছর দেড়েক আগে বিয়ে হয়। গত ৬ জুন শাহিনার লাশ ঝুলন্ত অবস্থায় তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যার পর লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর অপচেষ্টা করে স্বামীসহ তার পরিবারের লোকজন। শাহিনার পিতার এ অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধারের পর পরই রতনের মাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন গতপরশু চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে শাহিনার মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। ওই দিনই শাহিনার চাচা মানবতা সংস্থায় আইনগত সহায়তা চেয়ে আবেদন করেন বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়ে বলা হয়েছে, আবেদন গ্রহণ করেন মানবতা সংস্থার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার। উপস্থিত ছিলেন সংস্থার গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দীন হাবলু ও মোটিভেশন অফিসার জাকিয়া সুলতানা।