আলমডাঙ্গা শহরের নিকটে সরকারি খাল দখল করে গোডাউনসহ তিনতলা বাড়ি নির্মাণের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: জোর যার মুল্লুক তার। এমন হলে টাকার জোরে সরকারি খাল দখল তো নস্যি। তাই খুব সহজেই আলমডাঙ্গার হাউসপুর-বাদেমাজু সড়কের পাশে সরকারি খাল দখল করে প্রভাবশালী ব্যবসায়ী বেল্টু গোডাউনসহ তিনতলা বাড়ি নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আলমডাঙ্গা-জামজামি ব্যস্ত সড়কের পাশে পানি নিষ্কাশন খাল দখল করে দীর্ঘদিন ধরে প্রাসাদোপম বাড়ি নির্মাণ কাজ চালানো হলেও কর্তৃপক্ষের নির্বিকার থাকার অভিযোগ উঠেছে।

জানা গেছে, আলমডাঙ্গা-জামজামি ব্যস্ত সড়কের হাউসপুর-বাদেমাজু মাঠের ওয়াপদার পানি নিষ্কাশন টি-১৩ডিএক্স খাল দখল করে গোডাউনসহ তিনতলা বাড়ি নির্মাণ করছেন আনন্দধামের মৃত রিয়াজ আলী বিশ্বাসের ছেলে প্রভাবশালী ব্যবসায়ী বেল্টু। খালের দু পাশে পিলার তুলে খাল দখল করে দীর্ঘদিন ধরে তিনি ওই প্রাসাদ নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। নিচে গোডাউন ওপরে বাড়ি। ব্যবসায়ীজোন হিসেবে পরিচিত চাহিদাসম্পন্ন ওই জমি দখল করলেও প্রভাবশালী ব্যবসায়ী হওয়ায় বেল্টুর বিরুদ্ধাচারণ কেউ করে না বলে এলাকাবাসী অভিযোগ করেছে। ব্যস্ত সড়কের পাশে অনেকদিন ধরে নির্মাণ কাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতায় এলাকাবাসী হতবাক। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।